কালজয়ী চিত্রশিল্পী ভ্যান গগের শ্রেষ্ঠ কাজগুলোর দেখা এখানে পাবেন। অবশ্য তার সৃষ্টকর্মের সবচেয়ে বড় অংশ এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও তার জীবন দর্শন, কাজের ধরন, বিবর্তন ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে প্রদর্শন করে রাখা হয়েছে। এটি পুরো পৃথিবীজুড়েই অত্যন্ত জনপ্রিয় এবং অসংখ্য লোকের সমাগম ঘটে। আমস্টারডাম ভ্রমণে এটি কখনোই মিস করা উচিত না। এটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
ক্যানাল ট্যুর
আমস্টারডাম শহরের ভেতর দিয়ে ক্যানাল অথবা খাল চিড়ে গিয়েছে। যা শহরটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শহরটির সৌন্দর্য ভালোভাবে উপভোগের জন্য অবশ্যই এখানের বোটে ক্যানাল ট্যুর দিবেন। আর এই ক্যানাল ট্যুর তেমন ব্যয়বহুল নয়।
রিযকস মিউজিয়াম
১৭৯৮ সালে নির্মিত এই মিউজিয়ামে আর্ট এবং ইতিহাসের বেশ সুন্দর এক সংমিশ্রণের দেখা পাবেন। ভ্যান গগ মিউজিয়ামের পাশেই এটি অবস্থিত। বিখ্যাত শিল্পকর্ম দ্য নাইট ওয়াচের দেখা পাবেন এখানে। প্রায় ১০ লক্ষের অধিক শিল্প কর্ম এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এটি খোলা থাকে।
আপনি যদি ভিড় এড়িয়ে চলতে চান তবে অস্টারপার্কে সময় কাটাতে পারেন। সবুজ ঘাসের গালিচায় বেশ মনোমুগ্ধকর কিছু সময় কাটিয়ে আসুন এখান থেকে। লোক সমাগম এখানে তুলনামূলক ভাবে কম। ন্যাশনাল স্লেভারি মনুমেন্ট এখানে অবস্থিত। এছাড়াও খেলার মাঠ, পুকুর এবং পিকনিকের জন্য আলাদা স্পট রয়েছে এখানে।
টিউলিপ মিউজিয়াম
[/caption] নেদারল্যান্ড বেশ জনপ্রিয় এখানের টিউলিপ বাগানের জন্য। বিশ্বজুড়েই এর বেশ সমাদর রয়েছে। ছোট এই মিউজিয়ামটির চারপাশ ঘিরে রয়েছে টিউলিপ শপ। বিভিন্ন রঙের টিউলিপ দেখার পাশাপাশি আপনার মনের প্রশান্তি দিতে পারে এই মিউজিয়ামটি। অবশ্যই টিউলিপ মিউজিয়াম ভ্রমণ করবেন আমস্টারডাম ভ্রমণে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত এটি খোলা থাকে।
আমস্টারডাম থেকে ৩৫ কিমি দূরেই এই শহরের অবস্থান। এটি মধ্যযুগের নির্মিত এক শহর। বেশ শান্ত এবং নিরিবিলি এই শহরটি। এখানের চার্চ, মার্কেট, উইন্ডমিল ইত্যাদি বেশ জনপ্রিয় পর্যটকদের নিকট। পুরো শহর আপনি নৌকাতে ঘুরে দেখতে পারেন।
১৮৬৫ সালে নির্মিত এই পার্কটি আমস্টারডামে সবচেয়ে বড় এবং বিখ্যাত। প্রায় ১২০ একরজুড়ে বিস্তৃত এই পার্কটিতে হেটে বেড়ানো, সাইক্লিং কিংবা রিলেক্স সবই করতে পারবেন। পার্কটি সবসময় লোকারণ্য হয়ে থাকে। এখানে বিভিন্ন রকমের ইভেন্ট হয়ে থাকে। এছাড়াও লোকাল শপ থেকে কফি নিয়ে এখানে বসে আপনি বেশ সুন্দর এক সময় কাটাতে পারবেন।
আমস্টারডাম বেশ পর্যটক সমৃদ্ধ এক শহর। পুরো বিশ্ব জুরেই অগণিত পর্যটক শহরটি ভ্রমণে আসেন। শহরটি দু-হাতজুড়ে উজাড় করেই পর্যটকদের উপভোগ্য কিছু অভিজ্ঞতা দিয়ে থাকে। তাই নেদারল্যান্ডের রাজধানী এই আমস্টারডাম অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করবেন।
তথ্যসূত্র : https://www.nomadicmatt.com/travel-blogs/see-and-do-in-amsterdam/