শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

আবহাওয়ার রাডার নষ্ট, আড়াই ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান

  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

প্লেনের যাত্রাপথ ও গন্তব্যস্থলের আবহাওয়া কেমন থাকবে তা ওয়েদার রাডারের মাধ্যমে জানতে হয়। আর সেই ওয়েদার রাডার নষ্ট হয়ে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা ৪২ মিনিট আকাশে উড়ে ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৩৩৯ ফ্লাইটটি মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাত ২টা ৫ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হয়। এরপর প্রায় সোয়া ১ ঘণ্টা পর পাইলট বুঝতে পারেন বিমানের ওয়েদার রাডার কাজ করছে না। এ কারণে তিনি রিয়াদ এবং মাঝপথের কোনো অঞ্চলের আবহাওয়া বা বাতাসের গতি সম্পর্কে নতুন তথ্য পাচ্ছিলেন না।

পাইলট যখন বিষয়টি বুঝতে পারেন ততক্ষণে ফ্লাইটটি ভারতের ছত্তিসগড়ের আকাশে ছিলেন। পাইলট তাৎক্ষণিক দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে প্রায় সোয়া এক ঘণ্টা উড়ে ভোর সাড়ে ৪টার দিকে নিরাপদে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।

বিমানের ফ্লাইটটি বোয়িং ৭৭৭-৩০০ (ইআর) মডেলের প্লেনে পরিচালিত হচ্ছিল। এতে ৩৫টি বিজনেস ক্লাসসহ মোট ৪১৯টি আসন ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কারিগরি সমস্যা থাকায় ফ্লাইটটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। ত্রুটি সারিয়ে প্লেনটি আবারও গন্তব্যের দিকে রওনা হয়েছে।

এর আগে বিমানবন্দর সূত্র জানায়, ওয়েদার রাডার ঠিক করে ভোর সাড়ে ৭ টার দিকে ফ্লাইটটি আবারও সৌদির রিয়াদের উদ্দেশে রওনা হয়েছে। রিয়াদের স্থানীয় সময় বেলা ১১টায় এটি পৌঁছানোর কথা রয়েছে।

সাধারণত ওয়েদার রাডার দিয়ে পাইলট আবহাওয়া, ঝড় ও বাতাসের পরিস্থিতি জানতে পারেন। এছাড়াও ঝড় বা প্রতিকূল আবহাওয়া থাকলে পাইলটকে বিকল্প রুট চিহ্নিত করে দেয় এই রাডার।

এদিকে ফিরে আসা ফ্লাইটটির বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com