শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
Uncategorized

‘আফগানিস্তানকে ডুবিয়েছে দুর্নীতিগ্রস্ত নেতারাই’

  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দুর্নীতিগ্রস্ত নেতারাই আফগানিস্তানকে ডুবিয়েছে। আশরাফ ঘানি সরকারের সীমাহীন দুর্নীতিই দেশটিতে তালেবানের পুনরুত্থানের পথ প্রশস্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই অভিযোগ করলেন সাবেক আফগান কূটনীতিক রোয়া রহমানি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের প্রথম নারী রাষ্ট্রদূত তিনি।

রোয়া রহমানি বলেন, ‘আমেরিকার মদতে গঠিত আফগান সরকার দেশকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাই তালেবানের পক্ষে এত সহজে কাবুল দখল করা সম্ভব হয়েছে।’ জুলাইয়ের শেষ পর্বে আফগানিস্তানের একের পর এক প্রদেশ তালেবান দখল করতে শুরু করলে আমেরিকায় আফগান রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দেন রহমানি। তিনি বলেন, ‘সে সময় অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন।

কিন্তু আফগান নাগরিক হিসেবে আমি অবাক হইনি। কারণ, সরকারের অন্দরে নেতৃত্বের অভাব এবং দুর্নীতি সম্পর্কে অবহিত ছিলাম।’ আফগানিস্তানে তালেবানের দখলদারিত্ব ভবিষ্যতে ওয়াশিংটনের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com