আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় সিনিয়র কমিউনিকেশন অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র কমিউনিকেশন অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, আইন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে। আইন, মানবাধিকার, ফ্রিডম অব এক্সপ্রেশন বা সিভিক স্পেসে অভিজ্ঞ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলে মানবাধিকার, সাংস্কৃতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিবেশ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। লেখা, সম্পাদনা ও প্রুফ রিডিংয়ে দক্ষ হতে হবে। অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট, এমএস অফিস, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের কাজ জানতে হবে। দেশ–বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক মোট বেতন ১,০৮,৭৬০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for this job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৪।