1. [email protected] : চলো যাই : cholojaai.net
আন্তর্জাতিক ব্যবসা এবং ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুবাই
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
Uncategorized

আন্তর্জাতিক ব্যবসা এবং ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুবাই

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

করোনা মহামারির মাঝেও আন্তর্জাতিক ব্যবসা এবং ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুবাই। ঢাকা টু দুবাই রুটে  নিয়মিত তাদের ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য এমিরেটস যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট দিচ্ছে।

এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টিব্যাক্টেরিয়াল ওয়াইপস। ফ্লাইটে ঢাকা টু দুবাই রুটে গতকাল ভ্রমন করা বিজনেস ক্লাসের এক যাত্রী  তার ফেসবুক পোষ্টে বদলে যাওয়া দুবাইয়ের কথা লিখেছেন।  করোনা কতো কিছুই বদলে দিয়েছে। দুবাইয়ের অভিজাত পাঁচতারা রেডিসন ব্লু’র (দেরা ক্রিক) মতো হোটেলগুলোতে আগে হরেক রকম রেস্তরাঁয় হতো ব্রেকফাস্ট।

করোনা সংক্রমনের ভয়ে তা বদলে এখন ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে বলরুমে। দুরত্ব রেখে। বুফে থেকে খাবার সার্ভ করেছেন রেস্তরাঁ কর্মী – শেফরা। নিজে নেবার উপায় নেই। কিন্ত, আপ্যায়ন আতিথিয়েতার একটুও কমতি নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com