রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
Uncategorized

আটাব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

আটাব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট ২০০৭ সালের মার্চ মাস থেকে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের কোন শাখা নেই।

ঠিকানা

সাত্তার সেন্টার (১৫ তলা), হোটেল ভিক্টরী বিল্ডিং,

৩০/এ নয়া পল্টন, ভিআইপি রোড, ঢাকা- ১০০০।

ফোন- ৯৩৩৭৫৪১

ফ্যাক্স-+৮৮-০২-৮৩৫৫৫৯৫

ই-মেইল- atabtti@gmail.com

ওয়েব সাইট- www.atabweb.com

কোর্স সমূহ

  • ডিপ্লোমা ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম।
  • ডিপ্লোমা ইন এয়ারলাইন্স গ্রাউন্ট হ্যান্ডলিং।
  • সার্টিফিকেট কোর্স অন রিজার্ভেশন।
  • সার্টিফিকেট কোর্স অন সেলস টেকনিকস এন্ড কাস্টমার কেয়ার (শীঘ্রই শুরু হবে)।

ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া

  • এইচ.এস.সি অথবা ‘এ’ লেভেল পাশ করতে হবে।
  • বিনামূল্য অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
  • ফরম পূরণ করে অফিসেই জমা দিতে হবে। ফরমের সাথে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
  • প্রত্যেক ব্যাচে ২০ টি আসন।
  • এখানে কোন ভর্তি পরীক্ষা দিতে হয় না। আসন খালি থাকার উপর ভর্তি নির্ভর করে।

কোর্স ফি ও পরিশোধ পদ্ধতি

  • ডিপ্লোমা ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম- ২০,০০০ টাকা।
  • ডিপ্লোমা ইন এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং- ১২,৫০০ টাকা।
  • সার্টিফিকেট কোর্স ইন রিজার্ভেশন- ৬,০০০ টাকা।
  • কোর্স ফি শুধুমাত্র ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হয়।
  • কোর্স ফি এককালীন পরিশোধ করতে হয়। প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ২ কিস্তিতে পরিশোধ করার ব্যবস্থাও রয়েছে।

কোর্স সমূহের আদ্যোপান্ত

ডিপ্লোমা ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম

  • কোর্সের মেয়াদ- ৬ মাস।
  • ২০ সপ্তাহ তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস।
  • ৪ সপ্তাহ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট।
  • সপ্তাহে তিন দিন ক্লাস।
  • প্রতি ক্লাসের ব্যপ্তিকাল ২ ঘন্টা। মোট- ২৪০ ঘন্টা।
  • কোর্স ম্যাটেরিয়াল হিসেবে  লেকসার সিট, হ্যান্ডনোট প্রদান করা হয়।

ডিপ্লোমা ইন এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং

  • কোর্সের মেয়াদ- ৩ মাস।
  • ১২ সপ্তাহ তাত্ত্বিক ক্লাস।
  • সপ্তাহে ৩ দিন।
  • প্রতি ক্লাসের ব্যপ্তিকাল ২ ঘন্টা।
  • কোর্স ম্যাটেরিয়াল হিসেবে  লেকসার সিট, হ্যান্ডনোট প্রদান করা হয়।

    সার্টিফিকেট কোর্স ইন রিজার্ভেশন

  • কোর্সের মেয়াদ ২৪ ঘন্টা।
  • সপ্তাহে ৩ দিন।
  • প্রতি ক্লাসের ব্যপ্তিকাল ২ ঘন্টা।
  • কোর্স ম্যাটেরিয়াল হিসেবে  লেকসার সিট, হ্যান্ডনোট প্রদান করা হয়।

কোর্সের পরীক্ষা পদ্ধতি

  • কুইজ
  • নির্বাচনী পরীক্ষা (একাধিক)
  • এসাইনমেন্ট
  • রোল প্লেয়িং
  • প্রজেক্ট প্রিপারেশন
  • মৌখিক পরীক্ষা।

ক্লাশ রুম

  • শিক্ষার্থীদের বসার জন্য ক্লাস চেয়ার এবং ইউ আর্কৃতির একটি টেবিল রয়েছে।
  • ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত।
  • পাঠদানের জন্য মাল্টিমিডিয়ার ব্যবস্থা রয়েছে।
  • ক্লাস রুমেই পরীক্ষা নেওয়া হয়।

ক্লাস সময়সূচী

  • সন্ধ্যা ৬ টা।
  • রাত ৮.৩০ মিনিট।
  • সাপ্তাহিক ছুটি শুক্রবার।

ল্যাব ও লাইব্রেরী

  • একটি কম্পিউটার ল্যাব রয়েছে। ল্যাবে ১২ টি কম্পিউটার রয়েছে।লাইব্রেরী নেই

শিক্ষকবৃন্দ

  • শিক্ষক সংখ্যা ৭ জন।
  • ইংরেজী বেসিক কোর্স ও ট্যুরিজম ম্যানেজমেন্টে ক্লাশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গালফ এয়ারওয়েজের গেস্ট টিচার দ্বারা ক্লাস নেওয়া হয়।

অডিটোরিয়াম

  • নিজস্ব অডিটোরিয়াম রয়েছে।
  • অডিটোরিয়ামের ধারণ ক্ষমতা ৩০ জন।
  • অডিটোরিয়ামে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে।

সেবা সমূহ

  • কোর্স সফলভাবে সম্পন্ন করার পর এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ  এর পক্ষ সনদপত্র প্রদান করা হয়ে থাকে। সনদপত্র সংগ্রহের সময় আলাদা ফি প্রদান করতে হয়।
  • কোর্স শেষে শিক্ষার্থীদের ১ মাসের ইন্টার্নী করার ব্যবস্থা রয়েছে। ইন্টার্নী করার সময় শুধুমাত্র যাতায়াত ভাড়া প্রদান করা হয়ে থাকে।
  • চাকুরী প্রাপ্তিতে সকল ধরনের সহযোগিতা করা হয়।
  • এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূর্ণ করতে এই প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে পাঠানো হয়ে থাকে।

বিবিধ

  • অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে।
  • শিক্ষার্থীদের কোন ড্রেসকোড নেই।
  • বৃত্তি সুবিধা নেই।আবাসিক সুবিধা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com
%d bloggers like this: