ইউএস ডিস্ট্রিক্ট জাজ নেলসন স্টিফেন রোমান বাদীদের আবেদন খারিজ করে শুক্রবার আপিল নিষ্পত্তি করে দেন। টাইমস স্কয়ার, সাবওয়ে ও কমিউটার ট্রেনের মতো নিউ ইয়র্ক সিটির সংবেদনশীল স্থানগুলোতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে স্টেইট যে আইন করেছে, তাকে শুক্রবার কার্যকরভাবে বহাল রেখেছে ফেডারেল এক আপিল আদালত।
অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, কতিপয় বন্দুকের মালিক অস্ত্র নিয়ে সংবেদনশীল জায়গাগুলোতে যাওয়ার ওপর কিছু বিধিনিষেধের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে নিউ ইয়র্ক স্টেইটের আইন বহাল রেখে আদেশ দেন নিম্ন আদালতের এক বিচারক। শুক্রবার সেটি বহাল রাখে সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব আপিলস।
মামলার বাদী জ্যাসন ফ্রে ও ব্রায়ান্না ফ্রে এবং উইলিয়াম সেইপ তাদের আবেদনে স্টেইটের আইনের কিছু বিধান বাস্তবায়নের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা চান।
কনসিলড ক্যারি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট নামের ওই আইন অনুযায়ী, কর্তৃপক্ষ টাইমস স্কয়ারকে ‘বন্দুকমুক্ত অঞ্চল’ ঘোষণা করতে পারে।
ওই আইনে প্রকাশ্যে অস্ত্র বহনে নিষেধাজ্ঞার পাশাপাশি নিউ ইয়র্ক সিটিতে বন্দুক রাখার জন্য বিশেষ অনুমতি নেওয়ার বিধান রয়েছে।
ইউএস ডিস্ট্রিক্ট জাজ নেলসন স্টিফেন রোমান বাদীদের আবেদন খারিজ করে শুক্রবার আপিল নিষ্পত্তি করে দেন।
রায়ে বিচারকদের তিন সদস্যের প্যানেল জানায়, যেসব বিধিনিষেধ চ্যালেঞ্জ করা হয়েছে, সেগুলো দেশের বন্দুক নিয়ন্ত্রণের ঐতিহাসিক রীতির মধ্যে পড়ে। এ বিধিনিষেধের মাধ্যমে সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রদত্ত বন্দুক রাখার অধিকার লঙ্ঘন করা হয়নি।