মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

আকাশে ডানা মেলছে নতুন বিমান সংস্থা

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের আকাশপথে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ছে। শিগগির ব্রুনাইয়ের সঙ্গে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। এ ছাড়া উজবেকিস্তানও ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের জন্য আলোচনা করছে। এরই মধ্যে আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করেছে।

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির জন্য শিগগির এমওইউ স্বাক্ষর হতে যাচ্ছে। ব্রুনাই বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করতে খুবই আগ্রহী। এর আগে বাংলাদেশের মন্ত্রিসভা দুই দেশের বিমান চলাচলে অনুমতি দিয়েছে। এই চুক্তির মাধ্যমে, বাংলাদেশের যে কোনো মনোনীত এয়ারলাইনস ব্রুনাইয়ের যে কোনো বিমানবন্দরে এবং ব্রুনাইয়ের মনোনীত এয়ারলাইনস বাংলাদেশে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে। বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য দেশের মাধ্যমে ট্রানজিট দিয়ে ব্রুনাইয়ে যাতায়াত করতে হয়। সরাসরি যোগাযোগ না থাকায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন সম্প্রসারণে বাধা আসছে, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য ব্রুনাই একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সরাসরি ফ্লাইট চালু হলে শ্রমিকদের অভিবাসন খরচ কমবে। জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবেও ব্রুনাই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে। গুরুত্বপূর্ণ এ উৎসকে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী উভয় দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে যাত্রী ও কার্গো ফ্লাইটের সংখ্যা নির্ধারণ করতে পারবে।

এদিকে, উজবেকিস্তানও বিমান চলাচল চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। ৩ নভেম্বর থেকে আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইট চালু করেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো ফ্লাইট নেই, তবে দেশটির সঙ্গে বিমান চলাচল নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া, মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (এমএআই) বাংলাদেশে ফ্লাইট চালু করতে চাইছে এবং ভারতের আকাসা এয়ারও ফ্লাইট চালু করতে আগ্রহী। ঢাকা-বেইজিং রুটে চায়না সাউদার্ন এয়ারলাইনস ফ্লাইট চালু করেছে গত জুলাইয়ে। এর আগে ঢাকা থেকে সরাসরি কলম্বো ফ্লাইট চালু করেছে শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইনস ফিটসএয়ার।

বাংলাদেশের ১২তম বেসরকারি এয়ারলাইনস হিসেবে ফ্লাই ঢাকা চালুর পরিকল্পনা রয়েছে। এই এয়ারলাইনসটি অভ্যন্তরীণ রুটে এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে। নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে এক বছর ফ্লাইট পরিচালনার পর এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়। গত ২৫ বছরে অর্থ সংকটে আটটি বেসরকারি এয়ারলাইনস তাদের কার্যক্রম বন্ধ করেছে। সর্বশেষ ২০২২ সালে রিজেন্ট এয়ারওয়েজ তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।

ফ্লাই ঢাকা চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইনসের সংখ্যা দাঁড়াবে চারটি, অন্য তিনটি এয়ারলাইনস হলো নভো এয়ার, ইউএস-বাংলা এয়ারলাইনস ও এয়ার অ্যাস্ট্রা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৭ হাজার যাত্রী যাতায়াত করেন। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের দুটি টার্মিনাল থেকে গড়ে প্রায় ১৭০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৫৭টি দেশের বিমান চলাচল চুক্তি রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, বর্তমানে ৪০টি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com