অ্যাসাইলাম প্রার্থীদের চাপে জেরবার, পদ ছাড়তে চান নিউইয়র্কের প্রধান গৃহায়ন কর্মকর্তা

সঙ্কটার দ্বিমুখী। একদিকে হাজার হাজার অ্যাসাইলাম প্রার্থী এসে ভীর করেছে নিউইয়র্কে। আর সে কারণে সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নগরে গৃহহীন মানুষের সংখ্যা। এই সঙ্কট মোকাবেলা করতে নগরের বিভিন্ন দফতরের কর্তা ব্যক্তিরা রীতিমতো জেরবার। তবে সবচেয়ে বড় চাপ এসে পড়েছে নগরের প্রধান গৃহায়ন কর্মকর্তার ওপর। জার জের ধরে এখন তিনি বলছেন, তার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওযা সম্ভব নয়। ফলে তিনি পদত্যাগ করছেন।

বুধবার এই ঘোষণা দিয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তা জেসিকা কার্টস।

নগরে একটি বিপুল সংখ্যক গৃহহীন মানুষের জন্য গৃহ সুবিধা নিশ্চিত করার লক্ষে মেয়র এরিক অ্যাডামস এই পদটি সৃষ্টি করেন এবং ২০২২ সালের জানুয়ারি মাসে জেসিকা কার্টসকে এই দায়িত্ব দেন।

কিন্তু এখন আর সে দায়িত্ব পালনে অপারগতার কথাই জানালেন।

নগরের চলমান সঙ্কট দূর করতে মেয়র এরিক অ্যাডামস অবশ্য সব চেষ্টাই করে যাচ্ছেন। রাইট টু শেল্টার আইনটাই সাময়িক স্থগিত চাইছেন। অ্যাসাইলাম প্রার্থীদের অব্যহত চাপের মুখে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: