ঢাকার মেয়ে দৃষ্টি। ছেলেবেলায় সবাই যখন পুতুল খেলতে ব্যস্ত তখন দৃষ্টি বানাতো এরোপ্লেন। ছোটবেলা থেকেই উড়োজাহাজের প্রতি প্রবল আগ্রহ ছিল। বড় হয়েও যেন উড়োজাহাজ নিয়ে কাজ করতে পারেন এমনই স্বপ্ন ছিল তার। এজন্যই তিনি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন। এখান থেকে সফলভাবে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। তিনি এখন ট্যাপ এয়ারে ইঞ্জিনিয়ার পদে কাজ করছেন।
দৃষ্টি তার এই অনন্য কৃতিত্বের পেছনে কলেজ অব এভিয়েশন টেকনোলজির ভূমিকা নিয়ে বলেন, কলেজটির শিক্ষার পরিবেশ খুবই সুন্দর। আমি এখানে বিভিন্ন এয়ারক্রাফট সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি, যা কর্মজীবনে আমাকে দারুণভাবে সাহায্য করেছে। দৃষ্টি বলেন, বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং হলো বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংসহ স্যাটেলাইট অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।
এখানে আপানি বিএসসি ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর ৬০ ক্রেডিট অধ্যয়ণ করবেন যা আপনাকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে। এছাড়া মধ্যপ্রাচ্য এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এ বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়। চার বছরে মোট খরচ হবে ৮ লাখ ৪৭ হাজার পাঁচশত টাকা। যোগাযোগ: সেক্টর-১৬ জে, রোড-১৩, প্লট-২২, উত্তরা, ঢাকা।