মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

অ্যামাজনে কফির গুণগান গেয়ে চাকরির প্রস্তাব পেলেন তরুণী

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কফির রিভিউ লিখে চাকরি পেয়েছেন এক তরুণী। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও সম্প্রতি অ্যামাজনে এমনই এক ঘটনার নজির মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে।

জানা যায়, কফিপ্রেমী প্রসিদ্ধ অ্যামাজনে স্লিপি আউল কফির একটি আকর্ষণীয় রিভিউ লিখেছিলেন। তবে অন্যদের মতো কফি খেয়ে কেমন লেগেছে সেটি লেখেননি প্রসিদ্ধ।

সেই রিভিউ নজর কাড়ে ওই কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিংয়ের। যা পড়ে লিঙ্কডিনে অশ্বজিৎ লেখেন, প্রসিদ্ধ, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়।

তিনি আরও লেখেন, ‘কী ভালো রিভিউ। যা মনে করে আমার হাসি থামছে না। এটা সেরা কপিরাইটিং।’ প্রসিদ্ধর লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন অশ্বজিৎ সিং।

ঠিক কী লিখেছিলেন প্রসিদ্ধ? ‘কোথায় আমার হাড়ি চলে গেছে?’ শিরোনামের রিভিউতে লেখা রয়েছে, ‘আমি আমার রান্নাঘরে হতাশাগ্রস্ত, বিষণ্ন এবং অসহায় বোধ করে চলে গিয়েছিলাম। আমি প্রথম যে জিনিসটি দেখছি তা হলো কাউন্টারে একমাত্র ব্র্যান্ডের নাম স্লিপি আউল কফি পাত্র।’ এরপর কীভাবে ভালো কফি বানাতে হয় তারও বিস্তারিত বর্ণনা করেন তিনি।

আসলে প্রসিদ্ধ একজন কপিরাইটার। তাই তার লেখাতেও তিনি সৃজনশীলতার ছোঁয়া রেখেছেন। ওই রিভিউর শেষে প্রসিদ্ধ লেখেন, ‘আমি একজন কপিরাইটার এবং আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি অ্যামাজনের সব পণ্যেই এমন রিভিউ লিখে থাকি। তাই আপনি যদি সেই সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।’

শুধু কফি কোম্পানি নয়, অ্যামাজনের ওই ক্রেতার রিভিউয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়াও। এমন সুন্দরভাবে সব বর্ণনা তুলে ধরার জন্য সবাই বাহবা দিয়েছেন তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com