শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

অ্যান্টার্কটিকায় চাকরির বিজ্ঞপ্তি

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

চাকরির জন্য আবেদনপত্র আহ্বান করেছে অ্যান্টার্কটিকার বিখ্যাত ‘পেঙ্গুইন পোস্ট অফিস’। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে স্ব–প্রণোদিত ও সহানুভূতিশীল হতে হবে। আর প্রতি দুই সপ্তাহে একবারের বেশি গোসল করলে, করা হবে জরিমানা।

অদ্ভূত এই চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে দক্ষিণের পোস্ট অফিস হিসেবে পরিচিত পেঙ্গুইন পোস্ট অফিসটি অ্যান্টার্কটিকার পোর্ট লকরয়ে অবস্থিত। এই পোস্ট অফিসে তিনটি পদ খালি রয়েছে বলে জানিয়েছে নিয়োগদাতা প্রতিষ্ঠান অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। তবে শর্ত রয়েছে, আবেদনকারীকে অবশ্যই যুক্তরাজ্যের বাসিন্দা হতে হবে।

হয়তো অনেকেই মনে করছেন, অ্যান্টার্কটিকা এক বিরল জনপদ, লোকজন নেই বললেই চলে। সেখানে চাকরি হলে নিশ্চয় আরাম আয়েশে সময় কাটানো যাবে। কিন্তু না। স্কাই নিউজ বলছে, পেঙ্গুইন পোস্ট অফিস থেকে বছরে প্রায় ৮০ হাজার চিঠি বিলি করা হয়। আর এসব চিঠি পাঠান বিভিন্ন প্রমোদতরীর যাত্রীরা।

চাকরির বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, যাঁদেরকে নিয়োগ দেওয়া হবে, তাঁদের কাজ হবে চিঠি বিলি করা, পোস্ট কার্ড, স্ট্যাম্প ও উপহার সামগ্রী বিক্রি করা এবং পেঙ্গুইন গুনে রাখা। এ অঞ্চলে প্রায় দেড় হাজার পেঙ্গুইন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই চাকরি করতে আগ্রহ দেখিয়েছেন। একজন লিখেছেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল অ্যান্টার্কটিকার একজন সামুদ্রিত জীববিজ্ঞানী হওয়ার। এমন চাকরি পেলে তো ভালোই হয়।

নিয়োগদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, পোর্ট লকরয়ে কোনো ঝরনা নেই। আবার প্রবাহিত পানির উৎসও নেই। সামুদ্রিক জাহাজ থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ সারতে হয়। তাই কর্মীদের গোসলের ওপর সতর্কতা জারি করা হয়েছে ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ পানির অপচয় না করেন।

চুক্তিভিত্তেক এই চাকরিতে আবেদন করার আজই (১৮ মার্চ) শেষ দিন। চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com