অস্ট্রেলিয়ায় ডেকিন বিশ্ববিদ্যালয়টি ভিক্টোরিয়া শহরের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান। বিশ্ববিদ্যালয়টি ৪০০টি বৃত্তি দেবে। উপবৃত্তি, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে। বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু ১৯৭৪ সালে।
ডেকিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ে বৃত্তির দিয়ে থাকে। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারা বছর আবেদন করা যায়।
Applications now open
The RTP scholarships are funded by the Australian Government, while the DUPR scholarships are funded by Deakin University. Both awards are available to domestic and international students. Only top-ranked applicants will be offered an RTP.
Please refer to the application dates for candidature and scholarship on the key dates for research students page
Stipend and Allowances Value (Terms and Conditions apply)
Doctoral Degree Duration
Research Master Degree Duration
RTP and DUPRS Stipends will be awarded to students as the result of a competitive process outlined in the ranking guidelines as below. Students receiving an RTP or DUPRS Stipend will be enrolled as on-campus full-time students.
Applicants for an RTP or DUPRS Stipend must have:
Currently enrolled HDR students can apply for an RTP or DUPRS Stipend and will be assessed by the Faculty/Institute. Currently enrolled students may not apply after they have completed more than 3 years of their doctoral course or 2 years of their masters course (or part-time equivalent).
For information about the RTP Fees Offset selection process and the offer process for all scholarships please refer to the Higher Degrees by Research (HDR) Scholarships Procedure.
*প্রতিবছর একজন শিক্ষার্থী ৩৩ হাজার ৫০০ ডলার পাবেন;
*ডেকিনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা প্রদান করা হয়;
*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার সময়ে স্বাস্থ্যভাতা মেলে;
*সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া);
*বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে।
এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি)। ডেকিন ইউনির্ভাসিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)। এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। এই দুই বৃত্তির জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।