বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
Uncategorized

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম অথবা Nuffic স্কলারশিপ

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

Dutch Ministry of Foreign Affairs দ্বারা পরিচালিত অরেঞ্জ নলেজ প্রোগ্রাম  (Nuffic স্কলারশিপ) এর মাধ্যমে বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদ্যারল্যান্ডসে পড়াশুনার সুযোগ পায়। আর এই স্কলারশিপে পড়াশুনা শেষ করে শিক্ষার্থীকে অবশ্যই নিজের দেশে ফেরৎ যেতে হবে।

স্কলারশিপ এর নাম

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম অথবা Nuffic স্কলারশিপ

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপের আওতায় ট্রেনিং ও মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ দেওয়া হয়।

কোর্স ও কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতে সাহায্য নিন এই ওয়েবসাইট এর –

https://www.studyinholland.nl/studies

দেশ এবং কর্তৃপক্ষ

নেদারল্যান্ডস । Dutch Ministry of Foreign Affairs (নেদারল্যান্ডস)। এই স্কলারশিপটি পরিচালনা করা হয় একটি অলাভজনক ডাচ প্রতিষ্ঠান এনইউএফএফআইসির (NUFFIC) মাধ্যমে।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ

১। টিউশন ফি
২। জীবন যাপনের মাসিক ভাতা
৩। যাতায়ত এর বিমান ভাড়া
৪। স্বাস্থ্য বীমা
৫। রিসার্চ খরচ

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে লিস্টেড দেশের যে কোন একটি দেশের নাগরিক হতে হবে।

২। আবেদন করতে চাইলে আপনার বর্তমানে অবশ্যই চাকুরীতে কর্মরত থাকতে হবে। আর আবেদনকারীকে অবশ্যই তার কর্মস্থল থেকে এই স্কলারশিপের জন্য নোমিনেট করতে হবে।

৩। সাব-সাহারান আর আফ্রিকান দেশের মহিলারা ও নাগরিকগণ এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবেন।

okp scholarship - Netherland
Image Source: Internet

আবেদনের সময়সীমা

আবেদনের জন্য বছরে তিন রাউন্ডে আবেদন গ্রহণ করা হয়। হালনাগাদ ডেডলাইন জানতে নজর রাখুন এই ওয়েবসাইট এ –

https://www.studyinholland.nl/finances/orange-knowledge-programme

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

যেসকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন –

Afghanistan, Albania, Armenia, Bangladesh, Benin, Bhutan, Bolivia, Burkina Faso, Burundi, Cambodia, Colombia, Congo (DRC), Cuba, Egypt, Ethiopia, Georgia, Ghana, Guatemala, Guinea, Jordan, Kenya, Lebanon, Liberia, Mali, Mozambique, Myanmar, Nepal, Nicaragua, Niger, Nigeria, North Macedonia, Pakistan, Palestinian Territories, Peru, Philippines, Rwanda, Senegal, Sierra Leone, Somalia, South Africa, South Sudan, Sri Lanka, Sudan, Suriname, Tanzania, Thailand, Tunisia, Uganda, Vietnam, Yemen, Zambia and Zimbabwe.

বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপ এর জন্য আপনি সরাসরি অনলাইন এ আবেদন করতে পারবেন না। প্রথমে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। তারপর কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে জানার জন্য কিভাবে আপনি এই স্কলারশিপ এ আবেদন করবেন। ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সম্পুর্ন গাইড করবে।

কোর্স ও কোর্স অফারকারি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতে সাহায্য নিন এই ওয়েবসাইট এর –

https://www.studyinholland.nl/studies

প্রাথমিকভাবে নির্বাচিত হলে Provisional Letter of Acceptance পাবেন। পরবর্তীতে নেদারল্যান্ডস এম্বেসী বা কনসুলেটের মাধ্যমে আবেদন করতে হবে।

আরোও বিস্তারিত জানতে ভিজিট করুণঃ

https://www.nuffic.nl/en/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com