শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

অরুনিমা রিসোর্ট

  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

অরুনিমা রিসোর্ট ব্যক্তি মালিকানায় ২০০৭ সাল যাত্রা শুরু করে। নড়াইল জেলার পানিপাড়া এলাকা দিয়ে বহমান মধুমতি নদীর কোল ঘেঁষে দক্ষিণ পাশে এই রিসোর্ট প্রতিষ্ঠিত।

প্রধান কার্যালয়ের ঠিকানা

বাড়ী# ১, লেন# ১, ব্লক# এ, খানই খোদাই রেড, পশ্চিম  বাটারা, বারিধারা নতুন রাস্তা, বাড্ডা।

মোবাইল- ০১৭১৬-৪৩১২১০, ০১৭৫৫-৫৯২৫০০, ০১৭১১-৬৯৩৭৮৮

ফোন- ০২- ৮৮২৯৬৮১

ওয়েব- www.shafazterim.com

অনুসন্ধান ডেস্ক

মোবাইল নাম্বার: ০১৭১৪-৪০৪৯০২

অভ্যন্তরীণ সুবিধা ও খরচ

  • এখানে মোট ৩০ টি রুম আছে।
  • ২২ টি রুমে এসি এবং ৮ টি রুম নন এসি।
  • ভিতরে দুটি রেস্টুরেন্ট, ডরমেটরী আছে।
  • মোট আয়তন ২৩ একর।
  • রিসোর্টের ভেতরে গলফ কোর্স, সুইমিংপুল, প্রাকৃতিক দৃশ্য, টেনিশ, ক্রিকেট, কাবাডি, মাছধরা, ঘোড়ায় চড়ার ব্যবস্থা, জিম, হেলথ ক্লাব, বেকারী, সুভ্যেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ, বার, ডিসকো এবং ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে।
  • সুইমিং পুলের খরচ জনপ্রতি ৩০০ টাকা।
  • জিমের খরচ জনপ্রতি ২০০ টাকা।
  • হেলথ ক্লাবের খরচ জনপ্রতি ১০০ টাকা।
  • আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি, দাবা খেলার সুবিধা রয়েছে।

রুমগুলোর সুবিধা এবং খরচ

  • রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট ও কুল পানি, প্রত্যেক বাথরুমে ফুট কটেজ দেওয়া হয়।

দিন

টিভি, ফ্রিজ, ডাইনিং

নন এসি

এসি

১ দিন ১ রাত

প্রতি রুমের জন্য

১,৮০০-৩,৫০০

৬,০০০-৭,০০০

১ দিন ১ রাত

আছে

২৫-৩০ ডলার

৭৫-৮০ ডলার

উৎসব প্যাকেজ

  • রিসোর্ট কর্তৃপক্ষ ঈদ, পহেলা বৈশাখ, ইংরেজী বর্ষবরণ ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্যাকেজ খরচ নিম্নরুপ

উৎসব

সংখ্যা

দিন

খরচ

ঈদ

১ দিন ১ রাত

২,৭০০- ৩,০০০

বৈশাখ

১ দিন ১ রাত

৩,০০০-৩২,০০০

বুকিং পদ্ধতি

  • রুম বুকিং এবং অগ্রীম রিজার্ভেশনে স্বদেশী ও বিদেশীদের ক্ষেত্রে একই নিয়ম।
  • হেড অফিস থেকে রিসোর্টের রুম বুকিং দিতে হয়।
  • শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বেশী ভিড় থাকে।
  • এসময় বুকিং ও অগ্রীম রিজার্ভেশন দিতে হয় ১৫ দিন আগে।

কর্পোরেট ব্যবস্থা খরচ

  • পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।
  • সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ৪০০ জনের যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
  • আয়োজকরা ইচ্ছে করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সকল আয়োজন করে থাকে।
  • আলাদা রান্না করার ব্যবস্থা রয়েছে।

সংখ্যা

দিন

খরচ (টাকা)

৫০

৪০,০০০

১০০

৭৫,০০০

২০০

১৪,০০০

৪০০

২,২৫,০০০

হলরুম

  • এখানে হলরুমের সংখ্যা ১ টি।
  • হলরুমের ধারণক্ষমতা ৬০০ জন।
  • ভাড়ার হার ৬০০০ টাকা।
  • বুকিং এর জন্য ৭৫% অগ্রীম প্রদান করতে হয়। শুধুমাত্র শীতকালে খালি থাকা সাপেক্ষে বুকিং নেওয়া হয়।

বিল পরিশোধ

  • ক্যাশ, ক্রেডিট কার্ড, এবং চেকের মাধ্যমে সকল বিল পরিশোধ করা যায়।
  • ক্যাশের ক্ষেত্রে ডলার, ইউরো, পাউন্ড, রিয়াল ও টাকা এবং কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়।

নৌ-ভ্রমণ ও খরচ

যানবাহন

সময়

সংখ্যা

খরচ (টাকা)

ছোট ফেরী

২ ঘন্টা

১৫ জন

৫০০

বড় ফেরী

২ ঘন্টা

১০০ জন

২,০০০

স্পীড বোর্ট

২০ মিনিট

৭ জন

৮০০

বিবিধ

  • বিদ্যুৎ ব্যবস্থা: সরকারী ও নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে।
  • ফ্লোর ভিত্তিক ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।
  • অগ্নি নির্বাপনের যথেষ্ট সরঞ্জাম রয়েছে।
  • সাইট সিইং এর ব্যবস্থা আছে।
  • রিসোর্টর নিকটে ১টি বুটিক শপ দোকান রয়েছে।
  • এখানে ২ টি নিজস্ব গাড়ি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com