বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
Uncategorized

অবৈধ সম্পদের মালিক শচীনও, সস্ত্রীক নাম এলো প্যানডোরা পেপারসে

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

প্যানডোরা পেপারস অকে রথি-মহারথি, সেলিব্রেটির থলের বিড়াল বের করে দিচ্ছে। অবৈধ সম্পদের অধিকারী এমন অনেক মানুষের নাম সামনে নিয়ে এলো এই গবেষণা নথি, যে নামগুলো শুনলেও মানুষে আঁতকে উঠছে যে, তারাও এমন কিছুর সঙ্গে জড়িত। সাধারণ মানুষ যাদেরকে দেবতার মত সম্মান করে, তারাও অবৈধ সম্পদের অধিকারী!

ভারতীয় রথি-মহারথিদের মধ্যে তেমনেই নাম রয়েছে সাবেক তারকা ক্রিকেটার, মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকারেরও। যাতে নাম রয়েছে তার স্ত্রীরও।

রোববারই ফাঁস হয়েছে বিতর্কিত ‘প্যানডোরা পেপারস’। নথিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতা এবং ৩০০’র বেশি প্রভাবশালী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম রয়েছে। সে তালিকাতেই যুক্ত হয়েছে শচীন টেন্ডুলকার, তার স্ত্রী অঞ্জলি এবং শচীনের শ্বশুর আনন্দ মেহতার নাম।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিতর্কিত ‘প্যানডোরা পেপারস’-এ জানানো হয়েছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সাস ইন্টারন্যাশনাল লিমিটেড (Saas International Limited) নামে একটি সংস্থার Beneficial Owners (BOs) এবং ডিরেক্টর পদে রয়েছেন শচীন, অঞ্জলিরা।

২০১৬ সাল থেকে নাকি এই সংস্থার সঙ্গে যুক্ত মাস্টার ব্লাস্টার। সংস্থায় ৯টি শেয়ার রয়েছে শচীনের। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি রুপি। অঞ্জলি টেন্ডুলকারের রয়েছে ১৪টি শেয়ার। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি রুপি। আর আনন্দ মেহতার শেয়ার ৫টি। তার শেয়ারের মূল্য প্রায় ৪ কোটি রুপি।

তবে এই তথ্য অস্বীকার করেছেন শচীনের আইনজীবী। তিনি বলেছেন, ‘শচীনের যাবতীয় বিনিয়োগ বৈধ এবং আয়কর বিভাগের কাছে এর প্রতিটির হিসাব রয়েছে।’

এদিকে, শচীন ছাড়াও বিতর্কিত ‘প্যানডোরা পেপারস’-এ আরও অনেকের নাম রয়েছে। যেমন- জর্ডানের রাজা গোপনে ব্রিটেন ও আমেরিকায় সাত কোটি পাউন্ডের সম্পত্তি কিনেছেন। লন্ডনে অফিস কেনার সময় ঘুরপথে ৩.১২ লাখ পাউন্ড স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী।

এই দম্পত্তি সাগরপাড়ে একটি সংস্থা কিনে ফেলেছিলেন, যাদের ওই অফিসের মালিক হিসাবে দেখানো হয়। ফাঁস হয়ে গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোয় গোপন সম্পত্তি, ফ্রান্সের দক্ষিনাঞ্চলে দুটি ভিলা কিনতে বেনামে একটি সংস্থায় ১২ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ গোপন করে গেছেন চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ। এই সপ্তাহের শেষে নির্বাচনে এই বিষয়টি অস্বস্তিতে ফেলবে বাবিজকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com