শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

অবৈধদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দ. আফ্রিকা, আটক ১৩ বাংলাদেশি

  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

দক্ষিণ আফ্রিকার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ বাংলাদেশিসহ অনিয়মিত ২৫ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ)।

মঙ্গলবার (৪ জুন) টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ জন যাত্রীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং তিনজন পাকিস্তানি, একজন নাইজেরিয়ান, চারজন ঘানার নাগরিক। এছাড়াও, কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কয়েকজন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিএমএ কমিশনার ডা. মাইকেল মাসিয়াপাতো দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করা ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিএমএ অতিরিক্ত ৪০০ জন জুনিয়র বর্ডার গার্ড মোতায়েনের সঙ্গে সঙ্গে কার্যক্রম জোরদার করবে। ভ্রমণকারীদের সতর্ক করা হয়েছে যেন তারা দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা না করেন।

মাইকেল মাসিয়াপাতো বলেন, বিএমএ ইমিগ্রেশন কর্মকর্তাদের অসামান্য চেষ্টায় অবৈধদের আটকানো সম্ভব হয়েছে। বিএমএ মাত্র এক বছর কাজ করে অনেক সফলতা পেয়েছে। প্রতিষ্ঠানটি সীমান্ত রক্ষা এবং অভিবাসন আইনের মেনে কাজ করছে বলে কর্মকার্তা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com