অন্তর্বাস পরায় মিস ইউনিভার্সকে বিমানে উঠতে বাধা

অন্তর্বাস পড়ে বিমানে উঠতে গেলে মার্কিন তারকা এবং ২০১২ সালের মিস ইউনিভার্স বিজয়ী অলিভিয়া কুলপো ও তাঁর বোনকে কাবো সান লুকাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে উঠতে বাধা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্‌স। কারণ হিসেবে অলিভিয়া জানিয়েছেন, তাঁর পোশাক নিয়ে আপত্তি তুলে তাঁকে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইনস কম্পানিটি।

বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা।

২৯ বছর বয়সী এ তারকার বোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে—কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন অলিভিয়া কুলপো।

পরে অবশ্য এ তারকাকে ধূসর হুডি পরে নিজেকে ঢাকতে দেখা গেছে। এ সময় তিনি আরো অভিযোগ করেছেন, তাঁর চেয়ে স্বল্পবসনা নারীও প্লেনে উঠেছেন, কিন্তু তাঁদের কোনো বাধা দেয়নি এয়ারলাইন্‌স কর্তৃপক্ষ।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকা এ অলিভিয়া কুলপো।

সূত্র : ডেইলি মেইল, পেজ সিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: