অক্সফোর্ড, হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ দিন আজ

‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’র আওতায় স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৬ মে পর্যন্ত।

বৃত্তির আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, আবাসনসহ নানা সুযোগ-সুবিধা পাবেন বৃত্তি-প্রাপ্তরা।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন এবং এ বিস্তারিত সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয়গুলোও অনলাইনে দেখতে পারবেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: