1. [email protected] : চলো যাই : cholojaai.net
অক্টোবরে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
Uncategorized

অক্টোবরে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

উত্তরাঞ্চলের সঙ্গে পর্যটন শিল্পনগরী কক্সবাজারের সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বিমান।এ ধারাবাহিকতায় অক্টোবর থেকে সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিমানের যাত্রী সেবায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর এবং দিনাজপুর বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জিয়াউদ্দীন আহমেদ এসময় জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিনামূল্যে যাত্রীদেরকে সৈয়দপুর থেকে রংপুর এবং দিনাজপুর আনা-নেওয়া করা হবে।

সভায় বিমান বাংলাদেশের পরিচালক বলেন, ‘সিট খালি কিন্তু টিকেট নেই, বিমানের সে অবস্থা এখন আর নেই।বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানটি এখন দাঁড় করেছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমান এখন আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে।পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিমান আর কোনোদিনও লোকসান করবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com