বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
Uncategorized

সেরা ঠিকানা এবার হাতের মুঠোয়

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

দেখতে দেখতে বছর শেষ হয়ে যাচ্ছে। এই সময় থেকে যে বেড়ানোর শুরু তা চলতে থাকবে আগামী আরও কয়েক মাস। তাই কোথায়, কত দিনের জন্য যাবেন, তার প্ল্যান করে ফেলুন (Pocket Friendly Tour Packages) এখন থেকেই।

যাওয়ার জায়গা তো অনেক আছে, কিন্তু যা খরচ তাতে পকেট সামলে (Pocket Friendly Tour Packages) বেড়ানোর বাজেট কুলোবে তো? সে কথা ভেবেই এখানে আপনাদের জন্য এমন কয়েকটি গন্তব্যের সন্ধান দেওয়া হল যেখানে আপনি হাজার দশ বারোর মধ্যে ঘুরে আসতে পারেন। তবে এর মধ্যে যাতায়াতের খরচ ধরা হয়নি। সময় ও সামর্থ্য অনুসারে ঠিক করবেন তাঁরা ট্রেনে, বাসে না বিমানে গন্তব্যে পৌঁছবেন। দেখে নিন সেই সব জায়গা-

প্রতীকী ছবি

চারখোল: পাহাড়ি গ্রাম চারখোল। এখানকার মনোরম পরিবেশ করতে হলে যেতে হবে কালিম্পং থেকে কিছুটা দূরে। কলকাতা থেকে মাত্র ৬৩০ কিমি দূরে রয়েছে এই পাহাড়ি গ্রাম। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, কমলালেবু ও এলাচ গাছ ও পাহাড়ি পথ-আপনার মন ভরিয়ে দেবে। গ্রামবাসীদের ভালোবাসা এবং আপ্যায়নে যেতে ইচ্ছা হবে বারবার। রোজ ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে হোটেল এবং খাওয়াদাওয়া হয়ে যাবে আপনার। অনেকসময় অনলাইনে হোটেল বুকিং করলে ছাড়ও মিলে যেতে পারে।

পাবং: এটি চারখোল থেকে মাত্র চার কিমি দুরেই রয়েছে । হোমস্টে বা হোটেলে বসে চোখের সামনে রাঙাসূর্যাস্ত দেখতে মন বারবার ফিরে যেতে চাইবে সেখানে। ২-৩ দিনের ছুটি কাটানোর পক্ষে উপযুক্ত জায়গা হল এই পাবং।

ইয়কসাম: জলপাইগুড়ি থেকে ৬-৭ ঘণ্টার পথ পেরিয়ে পশ্চিম সিকিমের এই অংশ ইয়কসাম। এটি একটি ঐতিহাসিক শহর। ঘিঞ্জি শহুরে জায়গা থেকে দূরে নির্জনে মনোরম পরিবেশে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন ইয়কসাম। ঐতিহাসিক রয়্যাল প্যালেস, পুরনো মনেস্ট্রি ডুব্দি গুম্ফা, নরবুগাং পার্ক ৩-৪দিনের সময় কাটানোর জন্য একেবারেই উপযুক্ত। হাজার থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন অজস্র হোটেল, হোমস্টে এবং রিসর্ট।

প্রতীকী ছবি

নামচি: সিকিম জেলায় অবস্থিত নামচি। ৪৪০০ ফুট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য দেখতে পাবেন। গাড়িভাড়া করে যে জায়গাগুলি দেখে নেবেন তার মধ্যে সামদ্রুপচে, রক গার্ডেন, চারধাম (কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, গঙ্গোত্রী মন্দিরের সুদৃশ্য রেপ্লিকা তৈরি হয়েছে অনেকটা জায়গা জুড়ে। আর আছে ১০৮ ফুট উচুঁ বিশাল এক শিবমূর্তি, সাঁইবাবার মন্দির। ৯০০ টাকা থেকে শুরু করে নানা মানের থাকা-খাওয়ার সুযোগ আছে।

মৌসিনরাম: বৃষ্টি যদি ভালোবাসেন তাহলে মৌসিনরাম ঘুরে আসুন। মেঘালয়ের একটি ছোট গ্রাম, মনোরম গ্রামীণ পরিবেশ, ঝর্না, ট্রেকিং-উপভোগ করতে পারবেন। ৬০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে হয়ে যাবে।

Pocket Friendly Tour Packages
কোদাগু: কফি, পাহাড় এবং সবুজে ঘেরা প্রকৃতি উপভোগ করতে হলে কোদাগু আপনার জন্য একদম উপযুক্। মাইসুরু থেকে কিছুটা দূরত্বে এই সুন্দর জায়গাটি ঘুরতে আপনার খরচ হবে পারে মাথাপিছু ৫০০০-৭০০০ টাকা।

শোজা: হিমাচলপ্রদেশের কুলুর অদূরে এই শোজা। কুলুতে যদি থাকতে না চান তাহলে কম খরচে ঘুরে আসতে পারেন শোজা। পাহাড়ি সৌন্দর্যে ভরপুর এই শোজা আপনাকে থাকার সুযোগ দেবে খুবই কম খরচে। ৭০০০-৮০০০ হাজার টাকায় ঘুরে আসতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com