বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
Uncategorized

সুইজারল্যান্ডে অবৈধ অভিবাসী তিনগুণ বেড়েছে

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

ইউরোপের দেশ সুইজারল্যান্ডে ২০২২ সালে অবৈধ পথে আসা মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ সরকারের তথ্য বলছে, আফগানিস্তান ও মরক্কো থেকে ব্যাপক সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আগমনের প্রভাবেই এই সংখ্যাবৃদ্ধি৷

সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে অবৈধ পথে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৭জনে৷ ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৮ হাজার ৮৫৯জন৷ তার আগে, অর্থাৎ ২০২০ সালে দেশটিতে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ১১ হাজার ৪৩জন৷ সেই হিসেবে গত দুই বছরে সুইজারল্যান্ডে অবৈধ পথে আসা অভিবাসীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ আর গত তিন বছরের হিসেব বিবেচনায় নিয়ে বলা যায়, এ সংখ্যা পাঁচগুণ বেড়েছে৷

সরকারের তথ্যমতে, ২০২২ সালে দেশটিতে অবৈধ পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই এশিয়ার দেশ আফগানিস্তান এবং উত্তর আফ্রিকার দেশ মরক্কোর নাগরিক৷

সরকার বলেছে, এই অভিবাসনপ্রত্যাশীরা দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত, অর্থাৎ অস্ট্রিয়া, ইটালি এবং লিচটেনস্টাইন হয়ে দেশটিতে প্রবেশ করেছে৷

এদিকে অবৈধ অভিবাসন ঠেকাতে সু্ইজারল্যান্ড সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে৷ মানবপাচারকারী সন্দেহে সরকার ২০২২ সালে ৪৭৬জনকে এবং তার আগের বছর ৪৭৮জনকে আটক করেছে৷

জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া এবং লিচটেনস্টাইনের সাথে সুইজারল্যান্ডের সীমানা রয়েছে৷ দেশটির মোট জনসংখ্যা ৮৭ লাখ৷ এর মধ্যে ২২ লাখ বিদেশি৷

উল্লেখ্য, ইউরোপের অনেক দেশেই গত বছর অবৈধপথে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে৷ এরই অংশ হিসেবে সুইজারল্যান্ডে অবৈধপথে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com