1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইতালীয় নাগরিকত্ব পেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
Uncategorized

ইতালীয় নাগরিকত্ব পেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে

  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ইতালিয়ান সিটিজেন তথা ইতালিয়ান পাসপোর্ট পেতে কি কি ডকুমেন্টস লাগবে:

কিছু দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন হয়েছে সে সম্পর্কে। তারপর অনেকেই জানতে চেয়েছেন ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার আবেদন করতে সর্বোপরি কি কি ডকুমেন্টস লাগে? এই লেখার পরে আশা করি আর কাওকে প্রশ্ন করতে হবেনা যে কি কি লাগে।

নিচে পরিপূর্ণ একটি লিস্ট দেয়া হলো:

১) জন্ম সার্টিফিকেট: বাংলাদেশ থেকে জন্ম সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে। মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাস্টেট করাতে হয়।

২) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে। মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাস্টেট করাতে হয়।

৩) কার্তা দি আইদেন্তিতার কপি।

৪) পেরমেসসো দি সোজর্ণ কপি।

৫) পোস্ট অফিসে পে করা ২৫০ ইউরো জমার রশিদ কপি।

৬) শেষ তিন বছরের রেদ্দিতো কপি।

৭) বাদান্তে বা ডোমেস্টিক কাজের কন্ট্রাক্ট হলে এস্ট্রাত্তো রেত্রিবোতীবো ইনপ্স কপি।

৮) আসিলো পলিটিকো পাসপোর্ট হলে আসিলো অফিস থেকে একটি সার্টিফিকেট কপি।

৯) কার্তা সোজর্ণ না থাকলে ইতালিয়ান ভাষার সার্টিফিকেট B1 কপি।

১০) একটি মার্কা দা বল্লো ১৬ ইউরো।

উল্লেখ্য স্টরিকো দি রেসিডেন্সা এবং ইস্টাত দি ফামিলিয়া হাতে লিখে আওতো চেরতিফিকাতো দিলেও চলে অথবা স্পিড আইডি দিয়ে জমা দেয়ার সময়ও অনলাইন থেকে নামিয়ে নেয়া যায়, তাই উপরে বলা হয়নি।

মনে রাখবেন ইতালিয়ান সিটিজেন তথা ইতালিয়ান পাসপোর্ট এর আবেদন প্রসেস কমপ্লিট হতে ৩৬ মাস সময় লাগবে।
সবার জন্য শুভ কামনা রইলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com